ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

"সমাজে দুর্নীতি থাকলে উন্নয়নের শিখরে পৌঁছানো যাবেনা": দুদক সচিব

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ৩ জুন ২০২৪

ছবি : মেসেঞ্জার

রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( জুন) সকাল থেকে দিনব্যাপী দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানীর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

উক্ত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন, দুর্নীতি একটি নেতিবাচক বিষয়। সমাজে দুর্নীতি থাকলে উন্নয়নের শিখরে পৌছানো যাবেনা।

দুর্নীতি দমন কমিশনের তফশিলভুক্ত অভিযোগ গুলোকে দুদক মনিটর করবে। ধরণের গণশুনানি চলমান থাকবে। এর ফলে সমাজে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে একটি দুর্নীতি বিরোধী অবস্থা তৈরি হবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত হবে বলে আমাদের বিশ্বাস।

গণশুনানিতে ঠাকুরগাঁও এর বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি হয়রানির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সাথে কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট অভিযোগ উপস্থাপন করেছেন। তাদের অভিযোগসমূহ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাগণ শুনেছেন।

কিছু অভিযোগের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেছেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তীতে কমিশন কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গণশুনানিতে ঠাকুরগাঁও এর সদর হাসপাতাল, বিএডিসি, রূপালী ব্যাংক পিএলসি, পল্লী বিদ্যুৎ, জেলা শিক্ষা অফিস, পৌরসভা, বিসিক, উপজেলা সেটেলমেন্ট অফিস, জেলা রেজিস্ট্রার, ভূমি অফিস, পুলিশ বিভাগ, বিআরটিএ, গণপূর্ত, নেসকো, জেলা প্রশাসন সহ মোট ৩৪ টি সরকারি দপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬০ টি অভিযোগ উপস্থাপিত হয়।

উপস্থাপিত ৬০ টি অভিযোগের মধ্যে টি অভিযোগ অনুসন্ধানের জন্য, টি অভিযোগ গোয়েন্দা অনুসন্ধানের জন্য, টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়।

এছাড়া, ২০ টি অভিযোগের বিষয়ে ০৭-১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে তদন্তপূর্বক দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়। ২৯ টি অভিযোগ অন্যান্য ভাবে নিষ্পত্তি করা হয়। উক্ত গণশুনানি ঠাকুরগাঁও সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিক গণ উপস্থিত ছিলেন।

এসময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন।

সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সবশেষে প্রধান অতিথি গণ শুনানিতে অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানান।

মেসেঞ্জার/আরিফ/আপেল

×
Nagad