ঢাকা,  শনিবার
২৯ জুন ২০২৪

The Daily Messenger

বগুড়ায় নতুন মুখ সনি, রানা ও সিরাজী চেয়ারম্যান নির্বাচিত

বগুড়া ব্যুরো 

প্রকাশিত: ২২:০৮, ৫ জুন ২০২৪

বগুড়ায় নতুন মুখ সনি, রানা ও সিরাজী চেয়ারম্যান নির্বাচিত

ছবি : মেসেঞ্জার

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বগুড়ার টি উপজেলায় নতুনমুখ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। ধুনট উপজেলায় আসিফ ইকবাল সনি, নন্দীগ্রাম উপজেলায় আনোয়ার হোসেন রানা এবং শেরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান থেকে শাহ জামাল সিরাজী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন, ধুনটে বর্তমান উপজেলা চেয়ারম্যান টিএম নুরুন্নবী তারিক, নন্দীগ্রামে বর্তমান চেয়ারম্যান আশরাফ জিন্নাহ এবং শেরপুরে নতুনমুখ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সুলতান মাহমুদ।

শেরপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা খাতুন নির্বাচিত হয়েছেন।

চতুর্থ ধাপে বগুড়ার টি উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস বুধবার রাতে সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়ার শেরপুর, ধুনট এবং নন্দীগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছিল। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চললে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 

ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে জন প্রার্থী ছিলেন, টি.আই.এম নুরুন্নবী তারিক, মুহম্মদ আসিফ ইকবাল, আব্দুল হাই খোকন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী ছিলেন।

 শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে জন প্রার্থী ছিলেন- এম হান্নান, জাকারিয়া তারেক বিদ্যুৎ, শাহ জামাল সিরাজী, রুবেল আহমেদ, এম সুলতান মাহমুদ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে জন প্রার্থী ছিলেন, রেজাউল আশরাফ জিন্নাহ, আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এবং নারী ভাই চেয়ারম্যান পদে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার জানান, জেলার টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠ শান্তিপুর্ন সম্পুর্ন হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মেসেঞ্জার/আলমগীর/আপেল

Advertisement