ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ঘূর্ণিঝড় রিমালে পিছিয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন কাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ৮ জুন ২০২৪

ঘূর্ণিঝড় রিমালে পিছিয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন কাল

ছবি : মেসেঞ্জার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে নির্বাচন গত ২৯ মে হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তা স্থগিত করা হয়। গত ২৬ মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এর প্রভাবে বেশ কয়েকটি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।

স্থগিত এসকল উপজেলার ভেতর ঘূর্ণিঝড়ে প্রভাবে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত উপকুলীয় ২২ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন আগামীকাল ( জুন)

এছাড়াও প্রতিটি উপজেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।

পটুয়াখালীর এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১০ জন।

রিটার্নিং কর্মকর্তা যাদব সরকার জানান, অবাধ সু্ষ্ঠ উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনার লক্ষ্যে উপজেলায় ৩৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজ করছেন।

প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী জন সহ জন পুলিশ, অস্ত্রধারী সহ ১৫ জন আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও র‍্যাবের ১৫ টি টহল টিম, ১০ প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ২৬ ৫২ টি মোবাইল টিম কাজ করবে বলে জানায়।

মেসেঞ্জার/মানিক/আপেল

×
Nagad