ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি মেলা 

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১২, ১০ জুন ২০২৪

আপডেট: ১৫:১৩, ১০ জুন ২০২৪

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি মেলা 

কালীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি মেলায় অর্ধশতাধিক দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে। ছবি : ডেইলি মেসেঞ্জার

ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন  করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এই মেলার আয়োজন করে। সোমবার (১০ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন,কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, এনজিও কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজন।

তিন দিন ব্যাপী কৃষি মেলায় ১৫টি স্টলে বিভিন্ন ধরনের সবজি-ফসল প্রদর্শনী প্লট, নার্সারীর গাছ পালা, উপজেলায় উৎপাদিত বিভিন্ন সবজি ও ফল স্থান পেয়েছে। মেলা চলবে বুধবার (১২ জুন) পর্যন্ত।


 

মেসেঞ্জার/বিপাশ/আজিজ

×
Nagad