ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

দিনাজপুরে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১২ জুন ২০২৪

দিনাজপুরে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল আলোয়েন্স ফর ইম্প্রূভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহছান হাবিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব বাবুল সরকার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহিনুর রহমান শাহিন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের বিভিন্ন দিক তুলে ধরেন জিএআইএন আরএএনএস প্রজেক্টের কনসালটেন্ট নীহার কুমার প্রামানিক। 

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, নারী উদ্যোক্তা, মসজিদের ইমাম, সাংবাদিক, বাজার কমিটির সদস্য, প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি, চিকিৎসকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

জানা গেছে, দাতা সংস্থা আইএফএডি ও সরকারের আর্থিক এবং জিএআইএন’র কারিগরি, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মাল্টি-ষ্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন করা হয়। কমিটির উদ্দেশ্য হলো- কমলপুর ইউনিয়ন পরিষদের সকলের সুষম পুষ্টি নিশ্চিত হয়।

মেসেঞ্জার/কুরবান/তারেক

×
Nagad