ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ভিজিএফ কার্ড স্ক্যান করে চাল উত্তোলন, আটক-২

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ১৩ জুন ২০২৪

ভিজিএফ কার্ড স্ক্যান করে চাল উত্তোলন, আটক-২

ছবি : মেসেঞ্জার

ভিজিএফের চাল উত্তোলনের জন্য কার্ড স্ক্যান ৮ কার্ডসহ আবজুল ও আফফান নামের দুইজনকে আটক করেছে ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে।

বুধবার (১২জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের দবিয়ার রহমানের আবজুল ইসলামকে আটক করে। স্ক্যান কাজে সহযোগী ফটোকপি ব্যবসায়ী আফ্ফান ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তারা তাদের দোষের কথা স্বীকার করলে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও ট্যাগ অফিসার মধ্যস্থতায় মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এসময় ওই ফটোকপি ব্যবসায়ীর বিরুদ্ধে জন্মনিবন্ধন জালিয়াতী, জাতীয় পরিচয়পত্র-এনআইডি কার্ডসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের নিত্যপ্রয়োজনীয় কার্ড স্ক্যানিংকের মাধ্যমে জালিয়াতী করে আসছে।

এবিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, ভিজিএফের চাল বিতরণের সময় ইউপি সদস্য তাকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে ও মুচলেকা দেন ভবিষ্যতে এরকম অপরাধে আর জড়াবেন না। পরে তাদের দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/রিপন/তারেক

×
Nagad