ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ঈদযাত্রায় গাজীপুরের দুই মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

আবুল হাসান, গাজীপুর

প্রকাশিত: ১৮:৫৭, ১৩ জুন ২০২৪

ঈদযাত্রায় গাজীপুরের দুই মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

ছবি : মেসেঞ্জার

ঈদুল আজহা উৎযাপন করতে ঘরে ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। স্বজন, পরিবার নিয়ে ছুটছেন তারা। এজন্য বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

এছাড়া বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘরমুখো মানুষের দুর্ভোগ কিছুটা বাড়িয়েছে। যার কারণে গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন যাত্রা নির্বিঘ্ন রাখতে গাজীপুর মহানগর, জেলা হাইওয়ে পুলিশ নানামুখী পদক্ষেপ নিয়েছেন।

পুলিশ, যাত্রী পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গে ২২ জেলার প্রায় ১১৭ টি রুটের যানবাহন চলাচল করে। কর্মের তাগিদে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ গাজীপুর আশপাশের জেলায় বসবাস করে।

ঈদের ছুটিতে এসব অঞ্চলের মানুষ একসঙ্গে গ্রামের বাড়ির পথে যাত্রা শুরু করে। এই সময়ে সড়ক মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করে। এতে মহাসড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়।

ঈদের চারদিন বাকি থাকলেও শিল্পনগরী গাজীপুরে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি হয়। আগামী কয়েকদিনে পোশাক কারখানায় গুলো ছুটি হয়ে যাবে এতে শেষ মুহূর্তে যানজটের শঙ্কা করছেন স্থানীয়রা।

ফলে অনেকে যানজটের ভয়ে আগে ভাগেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। যার কারণে বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহসড়কেও যানবাহনের চাপ বেড়ছে। এর মধ্যে ভোগড়া থেকে টঙ্গীর কলেজগেট পর্যন্ত বিআরটি প্রকল্পের মাঝের লেনদিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখায় দুই পাশের যানবাহনে স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

ওই সড়কে যে সকল স্থানে বিআরটি স্টেশন নির্মাণ করা হয়েছে সে সকল স্থানসহ বোর্ডবাজার টঙ্গী কলেজগেট এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সবচেয়ে বেশি যাত্রীর ভীড় চান্দনা চৌরাস্তা এলাকায়।

ইমতিয়াজ হোসেন নামে এক যাত্রীর সঙ্গে কথা হয় চান্দনা চৌরাস্তায়। তিনি বলেন, ১১ টা পর্যন্ত ডিউটি করে আমাদের কারখানা ১০ দিন ছুটি দিয়েছে। সকালেই ব্যাগ গুছিয়ে এসেছিলাম এখন রওনা হয়েছি।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে একাকার হয়েছেন ঘরমুখো মানুষ। অনেকে খোলা ট্রাকে যাত্রা করছেন। বৃষ্টি পাতে তারাই বেশি কাবু হয়েছেন।

চন্দ্রা এলাকায় বাস চালক মাহবুব আলম বলেন, ঈদ যাত্রায় সাভার, আশুলিয়ায় রাস্তায় কিছুটা সমস্যা আছে। এছাড়া চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ অনেক বেড়ে যাওয়ায় এখন গাড়ির জটলা সৃষ্টি হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ঈদ উপলক্ষে এরই মধ্যে মানুষ তাদের গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যানজট নিরসনে দায়িত্ব পালন করছে। আজ থেকে যাত্রীর চাপ বেড়েছে আগামী - দিন থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, যানজট নিরসনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। যানজট নিরসনের জন্য বিআরটি প্রকল্পের মাঝের লেন দিয়ে ময়মনসিংহগামী যানবাহনের চলাচলের জন্য খুলে দেয়া হবে।

এছাড়া চান্দনা চৌরাস্তা ভোগড়া বাইপাস এলাকায় আমাদের আলাদা নজরদারি থাকবে।

গাজীপুরে পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মেসেঞ্জার/আবুলহাসান/আপেল

×
Nagad