ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ১৪ জুন ২০২৪

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় ভেসে এলো ১০ ফুট দৈর্ঘ্যর একটি মৃত ডলফিন। শুক্রবার (১৪ জুন) সকাল ১০ টায় সমুদ্র সৈকতে জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব পাশে এটি ভেসে আসে।

খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটি ঘটনাস্থলে এসে জানায়, এটির দৈর্ঘ্য ১০ ফুট প্রস্থ ফুট। এটি বোটলনোজ প্রজাতির ডলফিন বলে জানায় তারা। পরে এটিকে মাটি চাপা দেয়া হয়।

ডলফিনটি এক নজর দেখতে ভীড় জমায় কুয়াকাটায় আগত পর্যটকরা। এর আগে গতকাল কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন একটি ডোবায় ফুট দৈর্ঘ্যের জীবিত ডলফিন ভেসে এসেছিল।

পরে বিকালে ওই ডলফিনটি বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, আমাদের ধারনা, ডলফিনটি দুই থেকে তিন দিন আগে মারা গেছে। এর শরীরে আঘাতে চিহ্ন রয়েছে এবং উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে, যাতে সৈকত এলাকায় দুর্গন্ধ না ছড়ায়।

এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে প্রানীর মৃত্যুর সঠিক কারণ গুলো বের করা হয়।

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে আমাদের বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/মানিক/আপেল

×
Nagad