ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফতুল্লায় জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৪৬, ২৬ জুন ২০২৪

আপডেট: ১৪:৪৭, ২৬ জুন ২০২৪

ফতুল্লায় জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করছে। বুধবার (২৬ জুন) বেলা দেড়টার কিছু আগে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুনের বিষয়ে নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে৷ এ দিন বেলা ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টা ৩৮ মিনিটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর আট  ইউনিট কাজ করছে। আরও আট ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মেসেঞ্জার/দিশা