ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

কিশোরগঞ্জে পিকআপের ভিতর ৪৪ কেজি গাঁজা উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ২৬ জুন ২০২৪

কিশোরগঞ্জে পিকআপের ভিতর ৪৪ কেজি গাঁজা উদ্ধার

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জের হোসেনপুরে ৪৪ কেজি গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ এবং আটক ব্যাক্তির সাথে থাকা মোবাইল ফোন ও ২০৯০ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটককৃত মো. আ: রশিদ (৪৬) ময়মনসিংহের গফরগাও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র‌্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ-হোনেনপুর আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চৌকি বসালে, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে একটি পিকআপ থামিয়ে তল্লাশি করার সময় পিকআপ থেকে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে, পিকআপের বডির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪৪ গাঁজা পাওয়া গেলে, গাঁজা, পিকআপ এবং তার সাথে থাকা মোবাইল ও ২০৯০ টাকাসহ তাকে আটক করে হোসেনপুর থানায় সোপর্দ করা হয়।

হোসেনপুর থানা পুলিশ আটককৃত মো. আ: রশিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ বুধবার (২৬ জুন) দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মেসেঞ্জার/সাজু/আজিজ

×
Nagad