ঢাকা,  শনিবার
২৯ জুন ২০২৪

The Daily Messenger

বুড়িগঙ্গায় ট্রলারে আগুনে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:১৯, ২৬ জুন ২০২৪

বুড়িগঙ্গায় ট্রলারে আগুনে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লাগার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর ট্রলারে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ট্রলারে থাকা আরও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় দুপুরে সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি।

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারে চারজন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে হয়তো আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রল ৭০ ড্রাম ডিজেল ছিল।

প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়। ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় সব তেলের ড্রাম বিস্ফোরিত হলে সেই শব্দে মসজিদ, বাসাবাড়ি, থানাসহ আশপাশের এলাকা কেঁপে উঠে।

সময় ট্রলারে থাকা চার শ্রমিকের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা পারেননি। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

মেসেঞ্জার/আপেল

Advertisement