ঢাকা,  শনিবার
২৯ জুন ২০২৪

The Daily Messenger

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি সভাপতি মল্লিক, সাধারণ সম্পাদক তরিকুল

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ২৬ জুন ২০২৪

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি সভাপতি মল্লিক, সাধারণ সম্পাদক তরিকুল

ছবি : মেসেঞ্জার

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মল্লিক সুধাংশু (তারা টিভি, ইন্ডিয়া) সভাপতি এবং তরিকুল ইসলাম (এখন টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বিপরীতে অন্যকোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রতিটি পদের প্রার্থীকে বুধবার (২৬ জুন) নির্বাচিত ঘোষণা করেন।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হয়েছেন সহ-সভাপতি পদে মো: শামিমুজ্জামান (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস (যমুনা টেলিভিশন), যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সময় টেলিভিশন), নির্বাহী সদস্য মুহাম্মদ আবু তৈয়ব (এনটিভি), পলাশ ঢালী (এটিএন নিউজ), ইয়াসিন আরাফাত রুমি (দ্বীপ্ত টিভি) এবং নুর ইসলাম রকি (দেশ টিভি)।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান এবং সদস্য হিসেবে হাসান আহমেদ মোল্যা ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন দায়িত্ব পালন করেন।

নির্বাচন কশিনের চেয়ারম্যান শেখ আবু হাসান জানিয়েছেন, আগামী দুই বছর নব নির্বাচিত এই কমিটি খুলনা দায়িত্ব পালন করবে। এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশ ও জাতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অংগীকার ব্যক্ত করেছেন।

মেসেঞ্জার/রকি/তারেক

Advertisement