ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫০, ২৭ জুন ২০২৪

শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে ' প্রমোটিং সায়েন্স এডুকেশন ইন সেকেন্ডারি স্কুলস' শীর্ষক প্রকল্পের আওতায় বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা এমসিডা'র বাস্তবায়নে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউণ্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য নিয়ে বিস্তারিত আলোকপাত করেন এমসিডা'র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত দাস, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাস্টার ট্রেইনার কাজল কলি ও শিক্ষার্থী আনোয়ার হোসেন ইয়াসির প্রমুখ ।

সেমিনারে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, মাস্টার ট্রেইনার, শিক্ষার্থীসহ ৪০ জন অংশগ্রহন করেন।

মেসেঞ্জার/কাজল/আজিজ

×
Nagad