ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২৭ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

ছবি : মেসেঞ্জার

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এসে, আম বাগান ঘুরে গেলেন, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্টদূতরা। রাষ্টদূতদের দেশের আম আম সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই ম্যাংগো ট্যুরের আয়োজন করে কৃষি মন্ত্রনালয়।

কৃষিমন্ত্রী . আব্দুস শহীদের নেতৃত্বে অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের দেশের রাষ্ট্রদূতরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে একটি আম বাগান পরিদর্শন করেন।

এসময় তাদের সাথে ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো বখতিয়ার সহ অন্যানরা।

ম্যাংগো ট্যুরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ট্যুরিজম দেশের আম রপ্তানীতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছেন চাঁপাইনবাবগঞ্জের আম উদ্যোক্তারা।

মেসেঞ্জার/নাহিদ/আপেল

×
Nagad