ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

তেঁতুলিয়ায় দুর্বৃত্তদের বিষে মারা গেল ৬ লাখ টাকার মাছ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৭ জুন ২০২৪

তেঁতুলিয়ায় দুর্বৃত্তদের বিষে মারা গেল ৬ লাখ টাকার মাছ

ছবি : মেসেঞ্জার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতের অন্ধকারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মারা গেছে পুকুরের লাখ টাকার পাঙাশ মাছ। বুধবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের তুলশিয়া বিলের একটি পুকুরে ঘটনা ঘটে। এতে করে পুকুরটি থেকে ১০০ মণ মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

শালবাহান হাট এলাকার মনিরুজ্জামান লিটনের অভিযোগ, কয়েক বছর ধরে এই তুলশিয়া বিলে আমরা মঞ্জু মা চাষ প্রকল্পের আওতায় জন মিলে মাছ চাষ করছি। পুকুরে পাঙ্গাস চাষ করছিলাম। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

গতকাল বুধবার রাতে কে বা কারা শত্রুটা বশত পুকুরে প্রয়োগ করে। এতে করে পুকুরে কমপক্ষে একশত মণ পাঙাশ মাছ মরে ভেসে উঠেছে। যার দাম লাখ টাকার মতো।

ঘটনার পর আমরা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুকুরের পানিতে পলিথিনে গ্যাসসহ বিষের বোতল পড়ে থাকতে দেখা গেছে। কারা এই ঘটনা ঘটালো তার বিচার চাই। ঘটনায় থানায় মামলা করা হবে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ঘটনাটি শুনেছি। তবে ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/দোয়েল/আপেল

×
Nagad