ঢাকা,  মঙ্গলবার
০২ জুলাই ২০২৪

The Daily Messenger

প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে চিকিৎসা খাত : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ২৯ জুন ২০২৪

প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে চিকিৎসা খাত : সিডিএ চেয়ারম্যান

ছবি : মেসেঞ্জার

এস এম আরজুস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক . কামাল খান বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন খানের স্মরণে হরিজন নারীদের ক্যান্সার স্ক্রিনিং সচেতনতা কর্মসূচি আয়োজন করেছেন সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা সাংস্কৃতিক কেন্দ্র।

শুক্রবার বিকালে ৪টায় চট্টগ্রামের পাথরঘাটায় কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ' চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

এসময় সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ সেবক কলোনির মহিলাদের উদ্দেশ্য বলেন, আপনারা সব সময় পরিস্কার থাকার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নানান রোগে ভুগতে হবে আপনাদের।

ক্যান্সারের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, চিকিৎসা খাতে আর অবহেলা থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে চিকিৎসা খাত। কমিউনিটি ক্লিনিক তার বাস্তব উদাহরণ। কমিউনিটি ক্লিনিকের কারণে প্রাথমিক চিকিৎসা আরও সহজলভ্য হয়ে উঠেছে।

উক্ত কর্মসূচিতে সূর্য মানসিক স্বাস্থ্যসহায়তা সাংস্কৃতিক কেন্দ্র সভাপতি সুমি খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা: মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, চট্টগ্রাম ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো: রেজা, চ্যানেল আই' সিনিয়র রিপোর্টার জান্নাতুল কেকা, সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা সাংস্কৃতিক কেন্দ্র' সাধারণ সম্পাদক হোর সহ প্রমুখ।

মেসেঞ্জার/আরজু/আপেল