ছবি : মেসেঞ্জার
শেরপুর জেলা সমিতির নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৪-২০২৭ মেয়াদের এটিই ছিল প্রথম সভা। কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর মোঃ শফিউদ্দিন। সভা পরিচালনা করেন শেরপুর জেলা সমিতির মহাসচিব এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল।
এ সময় শেরপুর জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন, যোগাযোগ ব্যবস্থায় রেল সংযোগ, শেরপুরের পর্যটন শিল্প বিকাশ, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা প্রদান, শেরপুরে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের জন্য শেরপুর জেলা সমিতির নব-নির্বাচিত কমিটি কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
কার্যনির্বাহী কমিটির সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল কুদ্দুছ মাখন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ (সানী), প্রেস সচিব সাংবাদিক আল মাসুদ নয়ন, সহ-প্রেস সচিব ইমরান আহমেদ (লাল মিয়া), কামাল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, সাবেক যুগ্ম সচিব আবুল হাশেম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোরেশেদ এবং শেরপুর জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি সকল স্তরের নেতৃবৃন্দ।
শেরপুর জেলা সমিতির মহাসচিব ড. মোঃ আবদুল আউয়াল সভায় উপস্থিত সকল সদস্যগণের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।
মেসেঞ্জার/তারেক