ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১৭ টন চাল উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৮:২০, ৩০ জুন ২০২৪

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১৭ টন চাল উদ্ধার

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী দুমকি উপজেলা ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর মিয়ার বসত বাড়ি থেকে ১৭ টন সরকারি ভিজিএফর এর চাল জব্দ করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১০ এ চাও জব্দ করে দুমকি উপজেলা প্রশাসন। দুমকী থানা পু‌লি‌শের সহায়তায় উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মো. শা‌হিন এ চাল জব্দ ক‌রেন।

তি‌নি জানান, প্রায় ৩৫০ বস্তা প্রতি‌টি বস্তায় ৫০‌কে‌জি ক‌রে চাল জব্দ করা হ‌য়ে‌ছে। সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব‌্যক্তিগত বাসা বাড়িতে রাখার কোনো নিয়ম নাই। এ‌টি অপরাধ। এ ব‌্যপা‌রে আমরা প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌চ্ছি।

তি‌নি জানান, সংবাদ পে‌য়ে সা‌থে সা‌থে আ‌মি ঘটনাস্থ‌লে এ‌সে পৌঁছায়। এর আ‌গে সেখা‌নে দুমকী থানা পু‌লিশ ও স্থানীয় লোকজন উপ‌স্থিত হয়।  

ঘটনার সময় চেয়ারম‌্যান গোলাম মর্তুজা বাড়িতে ছি‌লেন না। তার ব‌্যবহৃত ফোন‌টি বন্ধ র‌য়ে‌ছে। ত‌বে রাত ১১টার দি‌কে উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার জানান, চেয়ারম‌্যান‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে তি‌নি পটুয়াখালী শহর থে‌কে আস‌তে‌ছে।

মেসেঞ্জার/দিশা

×
Nagad