ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

নরসিংদীতে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ৩০ জুন ২০২৪

নরসিংদীতে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছবি : মেসেঞ্জার

তিন মাসের ওভারটাইম এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টসের শ্রমিকেরা। আজ রোববার বিকেল সাড়ে ৩টা থেকে শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) ফ্যাক্টরির সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় সড়কে কাঠের আসবাপত্রে আগুন জালান শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে ওভারটাইমের বকেয়া পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের দাবি করলেই নানা অযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এসবের প্রতিবাদে রাস্তায়ে নেমেছেন তাঁরা।

এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত ৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, ‘বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু-পক্ষের সাথেই আলোচনা করছি। আশা করছি শিগগিরই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।’

মেসেঞ্জার/কাউছার/শাহেদ

×
Nagad