ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ভারী বর্ষণে আলুটিলায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৭:৫৬, ২ জুলাই ২০২৪

আপডেট: ০৮:৪৫, ২ জুলাই ২০২৪

ভারী বর্ষণে আলুটিলায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

ভারীবর্ষণে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের কারনে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২ জুলাই) ভোরের দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কের ওপর মাটি জমে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা আটকা পড়েছেন। ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও চট্টগ্রাম যাতাযাতকারী যাত্রীরা। সড়ক থেকে মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এছাড়া জেলার মহালছড়ির ২৪ মাইল এলাকায় পানিতে তলিয়ে গেছে সড়ক। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে। এদিকে দীঘিনালা উপজেলার মেরুং স্টিল ব্রিজ এলাকায় পাহাড়ি ঢলে খাগড়াছড়ি লংগদু সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় পানিতে ডুবে যাওয়ায় সড়কটি বন্ধ রয়েছে।

এর আগে সোমবার জেলা শহরের মধ্য শালবন এলাকায় রান্না ঘরের উপর পাহাড় ধ্বসে পড়ে। এতে স্থানীয় বেলালের রান্নাঘরটি ভেঙে গেছে। এছাড়া সদরের কমলছড়ি ইউনিয়নের ভুয়াছড়ি এলাকার সড়কের উপর পাশের পাহাড় ধসে পড়ে। এতে বন্ধ হয়ে গেছে ওই এলাকার সড়ক পথের চলাচল। এছাড়াও বেশ কয়েকটি স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গত শনিবার থেকে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃষ্টিপাত। এতে মাটি নরম হয়ে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা জুড়ে নির্দেশনা জারি করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

মেসেঞ্জার/দিশা