ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

৪ ঘণ্টা পর খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল স্বাভাবিক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:১৩, ২ জুলাই ২০২৪

৪ ঘণ্টা পর খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

ভারী বর্ষণে খাগড়াছড়ির সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় চার ঘণ্টা খাগড়াছড়ির সাথে ঢাকা-চট্টগ্রাম সড়কের যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (২ জুন) পাহাড় ধসের ৪ ঘণ্টার মধ্যে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

এর আগে ভোরে টানা ভারি বর্ষণের ফলে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়ে খাগড়াছড়ির নিচু এলাকায় প্লাবিত হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়াসহ কয়েকটি নীচু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মেসেঞ্জার/দিশা