![যশোরে ইট বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা যশোরে ইট বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/4-2407030219.jpg)
ছবিঃ মেসেঞ্জার
যশোরে ইট বালু ব্যবসায়ী ফরহাদ হোসেন শ্যাম্পুকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯ টার দিকে সদর উপজেলার পাগলাদাহ বিহারী ক্যাম্পের পাশে ছলেমানের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। তিনি পাগলাদাহ মোড়ের শাহাদাত হোসেন ওরফে দরবেশের ছেলে। শ্যাম্পু যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শ্যাম্পু জানিয়েছেন, ঘটনার সময় তারা তিন বন্ধু মোটরসাইকেল করে যাচ্ছিলেন। এসময় পাগলাদাহ বিহারী ক্যাম্পের পাশে ছলেমানের দোকানের সামনে পৌঁছালে টাক মিলনের নির্দেশে স্থানীয় সন্ত্রাসী রবি, এজাজ ও শামীম সরদারসহ একদল সন্ত্রাসী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে নেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়।
শ্যাম্পু জানান, পাগলাদাহ মোড়ে তার ইট বালুর ব্যবসা রয়েছে। রাজনৈতিক কোন্দলের জের ধরে টাক মিলনের নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত শ্যাম্পুর স্ত্রী সাথী বেগম জানান, টাক মিলন সন্ত্রাসীদের গডফাদার। এলাকার অপরাধ তার নিয়ন্ত্রণে। রাজনৈতিক কোন্দল ও একক আধিপত্য বিস্তার করার জন্য তার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান জানান, আহত ফরহাদ হোসেন শ্যাম্পুর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।
এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রতিপক্ষের হামলায় ফরহাদ হোসেন শ্যাম্পু নামে একজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/বিল্লাল/তারেক