ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

গাইবান্ধায় বিপৎসীমার ওপরে যমুনার পানি, চরাঞ্চল প্লাবিত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ৩ জুলাই ২০২৪

আপডেট: ১৪:২১, ৩ জুলাই ২০২৪

গাইবান্ধায় বিপৎসীমার ওপরে যমুনার পানি, চরাঞ্চল প্লাবিত

ছবি : মেসেঞ্জার

টানা চার দিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধায় দেখা দিয়েছে স্বল্পমেয়াদি বন্যা। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে আট সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত ২৪ ঘণ্টায়  ৬০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিতে বন্যাকবলিত হতে শুরু করেছে জেলার চরাঞ্চল।

গাইবান্ধার  ফুলছড়ি উপজেলার ফুলছড়ি চরের কৃষক মুখদুম ইসলাম বলেন, গত তিন দিন ধরে পানি অনেকটা বেড়েছে। গ্রামের চারদিকে পানি ঢুকলেও এখনও বাড়িতে ওঠেনি। তবে এখন চরাঞ্চলের মানুষ পানিবন্দী। যাদের নৌকা নেই তাদের যাতায়াতে কষ্ট হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক  বলেন, উজানের পানি আরও বাড়তে পারে। আগামী ৭ জুলাই থেকে পানি আবার কমতে পারে। তবে এর মধ্যে চরাঞ্চলে একটি স্বল্পমেয়াদি বন্যা হবে।

মেসেঞ্জার/সিয়াম/দিশা

×
Nagad