ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাইয়ের ইউএনও

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ৪ জুলাই ২০২৪

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাইয়ের ইউএনও

ছবি : মেসেঞ্জার

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি সম্মাননা অর্জন করেন।

বৃহস্পতিবার ( জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের নিকট থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সততা নৈতিকতা, নেতৃত্বের গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ প্রকল্প বাস্তবায়ন অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা খাতুন সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা রাঙামাটি জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রিপন/আপেল

×
Nagad