ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৭:৫১, ৬ জুলাই ২০২৪

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

ছবি : মেসেঞ্জার

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকাল ৪টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টারন্যাশনাল ট্রেডিং কো. লি. কারখানাটিতে এ ঘটনা ঘটে।

 জানা গেছে, কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। শুক্রবার কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। ধারনা করা হচ্ছে ওই পাউডারগুলো দাহ্য পদার্থ। কারখানাটিতে ভারি মেশিনারি সরানোর জন্য শুক্রবার বিকালে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করার সময় আগুনের একটি ফুলকি থেকে আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সামনে থাকা ৬ শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসক।

বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আহতদের ঢাকায় নিয়ে যায়। 

মেসেঞ্জার/দিশা

×
Nagad