ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

গোপালগঞ্জে নানা কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫২, ৬ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৫৩, ৬ জুলাই ২০২৪

গোপালগঞ্জে নানা কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ছবি : ডেইলি মেসেঞ্জার

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে স্কুলে পৌঁছে উদ্বোধন করেন সরকার প্রধান । পরে সেখানে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এসময় স্বাগত বক্তব্যে সরকার প্রধান বলেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। আমরা একদিন চাদে গিয়েও দেখাবো। 

এরপর সেখান থেকে  টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। সেখান থেকে ফিরে যান টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে। 

দুপুরের নামাজ ও মধ্যাহ্ন্যভোজ শেষে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেয়ার পর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দুইদিনের সফরে (শুক্রবার) বিকালে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মাসেতুর সমাপনী অনুষ্ঠান শেষে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। 

মেসেঞ্জার/আশিক/সৌরভ