ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রামগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ৬ জুলাই ২০২৪

আপডেট: ১৯:৫০, ৬ জুলাই ২০২৪

রামগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। 

শনিবার (৬ জুলাই), দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ১০টি ইউনিয়নের ৪শতাধিক প্রান্তিক কৃষকদের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার বিথী প্রমুখ।

এ সময় ড.আনোয়ার খান বলেন, বর্তমান সরকার করোনা পরবর্তী সময়ে কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

মেসেঞ্জার/জাকির/সৌরভ