ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ৭ জুলাই ২০২৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ছবিঃ মেসেঞ্জার

রবিবার (৭ জুলাই), সকালে উপজেলার নলবাটা এলাকায় রবি গ্রুপ ও বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন নলবাটা দারোগ আলীর বাড়ির আলী হোসেন (৬৫), নলবাটা ভাটি বদরপুরের আমজাদ হোসেনের ছেলে সালমান মিয়া (১২)। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ আলী হোসেন (৬৫) সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু'জনই রবি গ্রুপের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে আধিপত্য ও পূর্ব বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে। পূর্ব সংঘর্ষের ঘটনায়  রবি গ্রুপ এলাকা ছাড়া ছিল। আজ তারা এলাকায় উঠতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাফায়েত হোসেন পলাশ জানান, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা জানা মাত্র ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মেসেঞ্জার/কাওসার/সৌরভ

×
Nagad