ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান-কেরাত প্রশিক্ষণ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:০৮, ৭ জুলাই ২০২৪

পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান-কেরাত প্রশিক্ষণ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পাঁচ সপ্তাহ মেয়াদি আজান কেরাত প্রশিক্ষণ-২০২৪ শুরু হয়েছে। রোববার ( জুলাই) সকালে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) কে এম হাফিজ আক্তার।

প্রশিক্ষণ পরিচালনা করবে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন স্বনামধন্য ক্বারী ইক্বরার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীসহ ইকরার অন্যান্য প্রশিক্ষকরা। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সহাযোগিতায় রয়েছে ডিএমপির কল্যাণ ফোর্স বিভাগ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা।

সময় ডিএমপির কল্যাণ ফোর্স এবং লজিস্টিকস বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, গত ২৯ মার্চ অনুষ্ঠিত ২০২৩ সালের বার্ষিক আজান কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিজয়ীদের উচ্চতর প্রশিক্ষণের নির্দেশনা দেন।

তারই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছরে বাংলাদেশ পুলিশের আজান কেরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী ১৬ জনকে নিয়ে পাঁচ সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মেসেঞ্জার/নিশাত

×
Nagad