ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণেরবারসহ চোরাকারবারী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৬, ৭ জুলাই ২০২৪

আপডেট: ২১:৪৩, ৭ জুলাই ২০২৪

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণেরবারসহ চোরাকারবারী গ্রেপ্তার

ছবিঃ মেসেঞ্জার

ভারতে পাচারকালে এক কেজি ৬১ গ্রাম স্বর্ণের বার সহ মাসুদ রানা (২৭)নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টায়  সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তের খোরশেদের বাড়ির সামনে থেকে তাকে  আটক করা হয়। আটককৃত চোরাকারবাররী একই এলাকার  শহীদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন খবর পেয়ে  বিজিবি হাবিলদার শহীদুল ইসলানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৃষি ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়া এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করে। ওই  সময় তার দেহ তল্লাশী করে অর্ন্তরবাসের মধ্যে রাখা একটি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্নেরবারের ওজন এক কেজি ৬১ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ১০০ টাকা। এঘটনায় আটককৃত মাসুদ রানার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জব্দকৃত স্বর্নেরবার  ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে। 
 

মেসেঞ্জার/আসাদুজ্জামান/সৌরভ

×
Nagad