ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বেনাপোলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৬, ৭ জুলাই ২০২৪

বেনাপোলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

ছবিঃ মেসেঞ্জার

শ্রেণিকক্ষে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেরও পর্যাপ্ত সুযোগ প্রদানের খেয়াল রাখা। নিয়মিতভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্তৃক গল্প, আবৃত্তি, ছবি আঁকা, গান, নাচ, অভিনয়সহ নানা সাংস্কৃতিক কর্মকান্ড চর্চার সুযোগ প্রদান করা বিষয়ের উপর শিক্ষকদের করণীয় সম্পর্কে যশোর জেলার শার্শায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে রবিবার (৭ জুলাই) বিকাল ৩ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। শার্শা উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সকল শিক্ষকবৃন্দ এতে অংশ নেন।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শার্শা উপজেলা শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান।

প্রস্তাবনা বক্তব্য দেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি‘র সভাপতি ইজ্জত আলী, সাধারণ সম্পাদক ওসমান গনি মুকুলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য কয়েকজন শিক্ষককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

অপরদিকে বিকালে শার্শা উপজেলার শ্যামলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শার্শা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। 

মেসেঞ্জার/জামাল/সৌরভ

×
Nagad