ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো পরিত্যক্ত গ্রেনেড 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ৮ জুলাই ২০২৪

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো পরিত্যক্ত গ্রেনেড 

ছবি : মেসেঞ্জার

গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে বেশ কয়েকটি গ্রেনেড। ঘটনাটি ঘটে সোমবার ( ৮ জুলাই) সাড়ে ৯ টার দিকে। পরে ৯৯৯ নাইনে ফোন দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ। 

জানা যায়, সম্প্রতি সাড়ে ৩ কাঠা বাউন্ডারি করা জমিতে ৬ তলা বাড়ি করার জন্য কাজ শুরু করেন জমির মালিক আবুল কাশেম। সকালে কয়েকজন শ্রমিক মাটি খুঁড়া শুরু করেন৷ একপর্যায়ে ৩-৪ হাত মাটি গর্ত করার পর একটি মাটির কলসি বেড়িয়ে আসে। কোদালের আঘাতে কলসি ফেটে গেলে ভেতর হতে গ্রেনেড বের হয়ে আসে। পরে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থানীয়দের ও বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। 

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, শ্রমিকরা সাড়ে ৯ টার দিকে বিষয়টি জানায়। পরে প্রথমেই ৯৯৯ ফোন দেই। পরে নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত গেটে তালা দেওয়া আছে অনেক লোক আসছে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ 

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউলল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়েছে। পাওয়া যাওয়া বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পাওয়া বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

মেসেঞ্জার/আসাদ্দুজামান/আজিজ

×
Nagad