ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১৬:৪৯, ৯ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

মঙ্গলবার ( জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, শুরুতে চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয় হাজার গাছের চারা বিতরণ করা হবে। যেগুলো পৌরবাসী নিজেদের বাড়ীতে রোপণ করবে।

ফলে গ্রীষ্ম মৌসুমে চুয়াডাঙ্গায় যে তাপদাহ বয়ে যায় তা থেকে জেলাবাসী কিছুটা স্বস্তি পেতে পারে। চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রী সেলসিয়াস।

মেসেঞ্জার/লিটন/আপেল

×
Nagad