ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি

রাঙামাটিতে তিন জেলাবাসীর মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ৯ জুলাই ২০২৪

সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি

ছবি : মেসেঞ্জার

আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙামাটিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাকমা সার্কেল প্রথাগত নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্কুল-কলেজে পড়ুয়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতসহ রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান তিন জেলার বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার সম্বলিত আইনে শত শত প্রথা রীতিনীতির কার্যকারিতা নস্যাৎ করার চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জেলা হেডম্যান এসোশিয়েশন সিএইচটি নেটওয়ার্কের সভাপতি সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বিশিষ্ট কলামিস্ট শিশির চাকমা, হেডম্যান এসোশিয়েশন সিএইচটি নেটওয়ার্কের লংগদু শাখার সিরাজুল ইসলাম ঝন্তুসহ অন্যান্য প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা হেডম্যান এসোশিয়েশন সিএইচটি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।

অন্যদিকে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউপিডিএফ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে খাগড়াছড়ি রাঙামাটির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা, রামগড়, মহালছড়ি, লক্ষীছড়ি, এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি, কুতুকছড়ি, কাউখালী নানিয়ারচরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রাঙামাটিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছেন, ‘বাংলাদেশ বর্তমান সরকার সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র চালাচ্ছে। ব্রিটিশ প্রণীত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনে অঞ্চলে বসবাসরত পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ভূমি অধিকারের স্বীকৃতি রয়েছে।

স্বার্থান্বেষী মহলের কথায় আইনটি অকার্যকর করতে সুপ্রীম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। এর মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান কার্বারীর পদবী বিলুপ্তিসহ পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ঐতিহ্য-সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাচ্ছে।

সিএইচটি রেগুলেশন ১৯০০ এর মাধ্যেমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের যুগ যুগ ধরে নিজেদের প্রথাগত আইন মেনে সমাজ ব্যবস্থা চালাছে। শুধু তাই নয়, ১৯০০ আইনটির সাথে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়গুলো ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। কাজেই ১৯০০ আইন বাতিল করতে হলে এসব প্রতিষ্ঠানের ভবিষ্যত কি হবে। সুতরাং এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

অন্যদিকে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বুধবার সড়কে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইউপিডিএফ।

মেসেঞ্জার/সুপ্রিয়/আপেল

×
Nagad