ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ক্লাস চলাকালিন ছাদের বীম ভেঙ্গে শিক্ষক আহত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ১০ জুলাই ২০২৪

ক্লাস চলাকালিন ছাদের বীম ভেঙ্গে শিক্ষক আহত

ছবি : মেসেঞ্জার

দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীদের ক্লাস চলাকালিন ভবনের ছাদের বিম ভেঙ্গে ফ্যান পড়ে গিয়ে শিক্ষক আবু বকর সিদ্দিক আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শ্রেণিতে থাকা অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী।

ঘটনার সময় শিশু শিক্ষার্থীরা ডাক চিৎকার দিয়ে ক্লাস ছেড়ে চলে যায়। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। আহত শিক্ষককে অন্য শিক্ষকরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে তালতলী উপজেলার বগীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে নয়টায় দিকে।

জানা গেছে, পিইডিপি- প্রকল্পের অধিনে ২০০৬ সালে তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ ভবন নির্মাণে অনিয়ম ত্রুটি ছিল।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে দ্বিতীয় শ্রেণির ক্লাস চলাকালিন ভবনের বিম ভেঙ্গে ফ্যান নীচে পড়ে যায়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক আহত হয়। আহত শিক্ষককে অন্য শিক্ষকরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অল্পের জন্য ওই শ্রেণি কক্ষে থাকা অর্ধশতাধিক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রক্ষা পেয়েছে। সময় শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা শ্রেণি কক্ষ ছেড়ে দৌড়ে যায়।

খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে আসেন। ঘটনায় এলাকার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে। ভবন নির্মাণের ১৮ বছরের মাথায় বিম ধসে ফ্যান ছিড়ে শিক্ষক আহত হওয়ায় ঘটনায় তদন্তের দাবি এলাকাবাসীর।

বিদ্যালয় অভিভাবক মোঃ নজরুল ইসলাম বিশ্বাস কামরুল ইসলাম বলেন, নির্মাণের ১৮ বছরের মাথায় ভবনের বিম ভেঙ্গে শিক্ষক আহতের ঘটনায় আমরা হতাশ। কিভাবে আমাদের শিশু সন্তানদের বিদ্যালয়ে পাঠাবো? এতে অভিভাবকরা বেশ দুশ্চিন্তায় আছি। দ্রুত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আহত সহকারী শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, ক্লাসে পাঠদান করছিলাম, হঠাৎ বিম ধসে ফ্যান ছিড়ে আমার মাথায় পড়ে। এতে আমার বেশ জখম হয়েছে। অল্পের জন্য শিশু শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক বলেন, আহত শিক্ষককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এতে শিক্ষার্থী অভিভাবকরা আতংকিত। ঘটনায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে কষ্ট হবে।

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তপক্ষের নিকট প্রতিবেদন দেয়া হয়েছে।

মেসেঞ্জার/হিমাদ্রি/আপেল

×
Nagad