ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

সরাইলে ৮ হাজার মিটার কারেন্ট ও ১০টি রিং জাল জব্দ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ১০ জুলাই ২০২৪

আপডেট: ২২:২৬, ১০ জুলাই ২০২৪

সরাইলে ৮ হাজার মিটার কারেন্ট ও ১০টি রিং জাল জব্দ

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযানে চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ টি রিং জাল জব্দ করা হয়েছে।

‘রেণু পোনা নিধন বন্ধ করি, মৎস্য সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: মেজবা উল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার শাপলা বিলের শাহাজাদাপুর অংশে ও তিতাস নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবাধে মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান টিমে ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুকসুদ হোসেন ও সরাইল থানার এসআই অজিদ দে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: মেজবা উল আলম ভূঁইয়া বলেন, প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষার অভিযান শাপলা বিলের উপজেলার শাহাজাদাপুর অংশ ও তিতাস নদীতে অবৈধ রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে ১০ টি রিং জাল ও প্রায় ৮০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মেসেঞ্জার/রিমন/আপেল

×
Nagad