ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

ফের ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ১১ জুলাই ২০২৪

আপডেট: ১২:৪২, ১১ জুলাই ২০২৪

ফের ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি 

ছবি : মেসেঞ্জার

কুড়িগ্রামের চিলমারীতে গেলো কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও বুধবার (১০ জুলাই) রাত থেকে আবারও অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু হয়েছে। এতে আবারও চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

চিলমারীর দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গ্যাজ পাঠক জোবাইর হোসেন জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২ টার তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

পানি কমে গতকাল পর্যন্ত পানিবন্দীর সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার মানুষ।  কিন্তু গতরাত থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু হওয়ার আবারো ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এখন পর্যন্ত সরকারিভাবে ৬৬ মে.টন চাল ও নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

মেসেঞ্জার/রাফি/আজিজ

×
Nagad