ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ১১ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৩৯, ১১ জুলাই ২০২৪

মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ছবিঃ মেসেঞ্জার

বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৩২ হাজার জরিমানা করা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।

বৃহস্পতিবার (১১ জুলাই), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় নয়ন বেকারীকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মাহিন হোমিও হলকে ৫ হাজার টাকা, লেছড়াগঞ্জ বাজারে নকল প্রসাধনী রাখার দায়ে সাথী কসমেটিকসকে ৫ হাজার টাকা ও বলড়া বাজারে মা মিষ্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা ও তৈরির দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল জানান, ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/সামি/সৌরভ