ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ১১ জুলাই ২০২৪

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম ছৈয়াল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে দুর্ঘটনা ঘটে।

সেলিম ওই এলাকার সফি উল্যা ছৈয়ালের ছেলে। তার মুল পেশা কৃষি হলেও পাশাপাশি তিনি গাছি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সেলিম তার প্রতিবেশী জালাল ঢালীর নারিকেল গাছ পরিষ্কার করছিলেন। তখন গাছের একটি ডগা কাটতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সময় তিনি গাছের ওপর থেকে নিচে পড়ে যান। এতে বুক এবং মুখমণ্ডলে তিনি আঘাত পান।

এছাড়া হাতে থাকা ধারালো দা পড়ে তার ডান কান কাটা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে মারা যান তিনি।

চররমনী মোহন ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুর রহমান স্বপন বলেন, সেলিমের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/শিবলু/আপেল

×
Nagad