ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

স্বনির্ভরতার দুয়ার খুলেছে ক্লাইমেট স্মার্ট টেকনিকস

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ১২ জুলাই ২০২৪

স্বনির্ভরতার দুয়ার খুলেছে ক্লাইমেট স্মার্ট টেকনিকস

ছবি : মেসেঞ্জার

খুলনার কয়রা উপজেলায় আমাল ফাউন্ডেশন অস্ট্রেলিয়ান এইড এর সহযোগীতায় কয়রার আমাল ফাউন্ডেশন এর সভাকক্ষে ক্লাইমেট স্মার্ট টেকনিকস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টায় আমাল ফাউন্ডেশনের অফিস কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

নারীদের উপর জলবায়ুগত প্রভাব কমাতে এবং তাদের সামাজিক অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ২০২৩ সালের আগস্ট মাসে আমাল ফাউন্ডেশন অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় প্রকল্প শুরু হয়। যার লক্ষ্য স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি স্মার্ট কৃষি জ্ঞান অর্জনের মাধ্যমে জলবায়ু সহিঞ্চু সম্প্রদায় তৈরী করা।

প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৬০ জন নারী গতানুগতিক ধারার কৃষি চাষাবাদ ছেড়ে স্মার্ট পদ্ধতিতে / শতক জমিতে সবজির চাষাবাদ করে নিজেদের পারিবারিক চাহিদা মিটানোর পাশাপাশি প্রতিবেশীদের দিয়ে থাকে।

তারা স্থানীয় বাজারে প্রতি মাসে ৫০০/৭০০ টাকার সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করছে। প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারীদের মাঝে স্মার্ট কৃষি নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মো: মাসুম বিল্লাহ (মিন্টু) সদস্য, মহারাজপুর ইউনিয়ন পরিষদ, ফিল্ড ম্যানেজার জনাব আজিজুল হক, শাহাদাত হোসেন, আবুল কালাম গাজী প্রমূখ।

মেসেঞ্জার/কামাল/আপেল

×
Nagad