ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

শিক্ষকের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ১২ জুলাই ২০২৪

শিক্ষকের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

ছবি : মেসেঞ্জার

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হারিয়ে যাওয়া পেনশনের এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে দিয়েছে চিলমারী মডেল থানা পুলিশ।

গত জুলাই ভুক্তভোগী ওই শিক্ষক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় সেই হারানো টাকা শুক্রবার (১২ জুলাই) উদ্ধার করে দিতে সক্ষম হয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রান কৃষ্ণ দেবনাথ।

ভুক্তভোগী ওই শিক্ষকের নাম দেলোয়ার হোসেন। তিনি নয়ারহাট ইউনিয়নের বাসিন্দা।

এর আগে গত জুলাই চিলমারী অগ্রণী ব্যাংক থেকে নগদ লক্ষ ৬৮ হাজার টাকা উত্তোলন করার পর থানাহাট থেকে রমনা ঘাটে যাওয়ার পথে ওই শিক্ষক তার সহধর্মিণী তারাহুরো করে টাকার ব্যাগ রেখে নৌকায় উঠেন। পরে ব্যাগ দেখতে না পেয়ে অটোরিকশার দিকে ছুটে গেলে ততক্ষণে সেটি স্থান ত্যাগ করেছে।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থেকে ওই এলাকার সিসি টিভি ফুটেজ থেকে ওই অটোরিকশা চালককে শনাক্ত করে পুলিশ।

দুইদিন অভিযান চালিয়ে পলাতক থাকা চালককে আটক করা হয়। এরপর ওই চালকের দেয়া তথ্য অনুযায়ী গতরাতে উপজেলার শিকার পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই টাকার ব্যাগ উদ্ধার করা হয়।

(ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর ওই চালকের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি।

মেসেঞ্জার/রাফি/আপেল

×
Nagad