ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

নাটোরে একসঙ্গে তিন শিশুর জন্ম

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:০৮, ১৩ জুলাই ২০২৪

নাটোরে একসঙ্গে তিন শিশুর জন্ম

ছবি : মেসেঞ্জার

নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে তিন যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শনিবার (১৩ জুলাই) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

হাসপাতালের চিকিৎসক নার্গিস ফেরদৌস জানান, মা ও সন্তানেরা সুস্থ রয়েছেন।

জানা যায়, নাটোর শহরের আলাইপুর মহল্লার তামিম হোসেনের স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। শুক্রবার রাতে প্রসব বেদনা উঠলে শনিবার সকালে স্বামী তামিম হোসেন তাকে নাটোর শহরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে যান। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সুস্থ শিশুর জন্ম হয়।

তিনটি সুস্থ-স্বাভাবিক সন্তান পেয়ে খুশি বাবা তামিম হোসেন ও মা জান্নাতুল সোমা। তারা জানান, সুস্থ সন্তান পেয়ে তারা খুব খুশি তবে এই তিনটি সন্তানকে একসঙ্গে কীভাবে লালন-পালন করবেন তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন।

মেসেঞ্জার/আরিফুল/আজিজ