ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় শাহজালাল ব্যাংকের সচেতনতামূলক কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

প্রকাশিত: ১৬:১৫, ১৩ জুলাই ২০২৪

আপডেট: ১৬:১৬, ১৩ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গায় শাহজালাল ব্যাংকের সচেতনতামূলক কর্মশালা

ছবি: মেসেঞ্জার

চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে হুন্ডি, অর্থপাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই), সকাল ১০ টায় স্থানীয় হোটেল শাহিদ প্যালেস কনফারেন্স লাউঞ্জে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। 

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মি.মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংকের ইভিপি মি.আশাদুল ইসলাম। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের পরিচালক মি. ইমতিয়াজ আহমেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের অতিরিক্ত পরিচালক এবং কম্বাইন্ড এন্ট্রি মানি লন্ডারিং ইউনিটের পরিচালক মি.সাজ্জাদ হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মি.এম আকতার হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি  ইমতিয়াজ আহমেদ মাসুম বলেন, 'মানিলন্ডারিং বাউন্ডারির মধ্যে নয়, বৈশ্বিক সমস্যা। মানি লন্ডারিং প্রতিরোধে আপনাদের দায়িত্ব বড় । কোন সন্ত্রাসীরা না ঢুকে। সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় হুন্ডির প্রবণতা বেশি। এটা আপনাদের মাধ্যমে যেন না হয়। সজাগ থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত আমরা করে থাকি।'

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের যুগ্ম পরিচালক ফেরদৌস আরা, মোহাম্মদ ইসমাইল প্রধান, সাজ্জাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় চুয়াডাঙ্গার  ২৭ টি বেসরকারি ব্যাংকে কর্মরত ৬৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কম্বাইন্ড এন্ট্রি মানি লন্ডারিং ইউনিটের ইভিপি আশাদুল ইসলাম খান, শাহজালাল ইসলামী ব্যাংকের এভিপি ও চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মি.কামরুজ্জামান এবং এফএভিপি আশরাফুল ইসলাম। 

মেসেঞ্জার/লিটন/সৌরভ

×
Nagad