ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জামালপুরে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৪৬, ১৪ জুলাই ২০২৪

জামালপুরে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে নেমে গৃহবধুসহ চার কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ। 

মৃতরা হলেন, বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম(২৫) সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯), ও দেলোয়ার হোসেন এর মেয়ে  দিশা আক্তার  (১৭)। সে মেলান্দহ জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। 

জানা গেছে, বুধবার (১০ জুলাই) বিকেলে চারজন একসাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া (১৪) ও খাদিজা (৯) পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দুইজন দুইজনকে উদ্ধার করতে গেলে তারাও ডুবে মারা যায়।

মেসেঞ্জার/উজ্জল/তারেক