ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

মণ প্রতি পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা, ভোক্তা অধিকারের তদারকি

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২২:০৮, ১৪ জুলাই ২০২৪

মণ প্রতি পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা, ভোক্তা অধিকারের তদারকি

ছবি : মেসেঞ্জার

ফরিদপুর সালথায় ভোক্তা অধিকারের তদারকিতে প্রতি মণ পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা। এর অংশ হিসেবে রবিবার (১৪ জুলাই) বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এর নেতৃত্বে সালথা উপজেলার ঠেনঠেনিয়ায় পেঁয়াজ আড়তে তদারকি চালানো হয়।

সেখানে গিয়ে দেখা যায়, প্রতিমন পেঁয়াজ ৩৭০০-৩৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা শুক্রবার (১২ জুলাই) ছিল ৪১০০-৪২০০ টাকা। মন প্রতি পেঁয়াজের দাম ৩০০ টাকা কমেছে। 

ফরিদপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায়ে ৯২-৯৫ টাকা দরে বিক্রি হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্ল্যা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা ও জরিমানা করা হয়। 

এছাড়া তিনি আরো জানান, পাকা ক্রয়-বিক্রয় রশিদ নিশ্চিত সহ যৌক্তিক মূল্যে পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আড়ত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মেসেঞ্জার/নাজিম/তারেক

×
Nagad