ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সীমান্তে ‘খা‌সিয়াদের গু‌লিতে’ দুই বাংলাদেশি নিহত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:১৩, ১৫ জুলাই ২০২৪

সীমান্তে ‘খা‌সিয়াদের গু‌লিতে’ দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে 'ভারতীয় খাসিয়ার গুলিতে' দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৪ জুলাই) বিকেলে নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন কাউছার আহমদ। ঘটনায় একই গ্রামের নবী হুসেন নামে এক যুবক আহত হয়েছেন।

জানা যায়, কাউছার নবী হুসেন সীমান্তের ওপার থেকে মালামাল নিয়ে আসার জন্য রোববার ভারতে প্রবেশ করেন। বিকেল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে তারা। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন। তাকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।

মেসেঞ্জার/ফামিমা