ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

রাঙ্গুনিয়ার লালানগর উপনির্বাচনে ঘোড়া-আনারসের জোর প্রচারণা

রাঙ্গুনিয়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ১৫ জুলাই ২০২৪

রাঙ্গুনিয়ার লালানগর উপনির্বাচনে ঘোড়া-আনারসের জোর প্রচারণা

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর জোর প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী জসিম উদ্দিন তালুকদার ও সিরাজুল করিম বিপ্লব।

উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীক ও সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লব আনারস প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই তাদের সমর্থকদের নিয়ে ভোটারদের দোরগোড়ায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। তবে অন্য দুই প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন (মোটরসাইকেল) ও সাবেক ইউপি সদস্য মো. হাসানকে( টেলিফোন) প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি।

রোববার (১৪ জুলাই) বিকেলে লালানগর ইউনিয়ন সরজমিন ঘুরে দেখা যায়, পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের রাস্তা-ঘাট, অলি-গলি, চায়ের দোকান ও হাটবাজার। গানের ছন্দে মাইকে চলছে ঘোড়া- আনারস দুই প্রার্থীর পক্ষে প্রচারণা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। তারা ভোটারদের কাছে গিয়ে ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে।

এদিন জসিম উদ্দিন তালুকদার কুলাল পাড়া, ডালাইকুল ও রাজ্জাক শিকাদার বাড়িতে স্থানীয়দের নিয়ে পথসভার আয়োজন করেছেন। অন্যদিকে সিরাজুল করিম বিপ্লব আকবর শিকদার পাড়া, কুলাল পাড়া ও আলমশাহপাড়া এলাকার পথসভা করেন। তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোনও প্রার্থীকেই নিরাশ করছেন না।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন ও বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী সাবেক ইউপি সদস্য মো. হাসানকে দলীয় নেতাকর্মী বা সমর্থক ছাড়াই ভোটারদের দুয়ারে ঘুরতে দেখা যায়। তারা ধীরে ধীরে তাদের ভোট তৎপরতা বাড়ার কথা জানালেও এই দুই প্রার্থীকে নিয়ে ধোয়াশায় রয়েছেন ভোটাররা।

চায়ের দোকানে কথা হয় কৃষক মো. আবুল কাশেমের সাথে। তিনি বলেন, "দীর্ঘদিন পর এলাকায় ভোটের আমেজ ফিরেছে। দোকান কিংবা হাটবাজার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই উপনির্বাচন। প্রার্থীরা দোকানে এসে ভোট প্রার্থনা করছেন। আমরা যোগ্য প্রার্থী খুঁজে ভোট দেব।"

মো. ছত্তার নামে আরেকজন জানান, "আওয়ামী সমর্থিত দুই প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে প্রায় এলাকা ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে অনেকে চেয়ারম্যান হয়ে প্রতিশ্রুতির কথা ভূলে যান। আশা করি এবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগন তাদের যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।"

উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, লালানগর ইউনিয়নে উপনির্বাচনে এবার ভোটার সংখ্যা ১৪১০৭জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭১৮৭জন এবং নারী ভোটার ৬৯২০জন। ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরআগে ২০২১সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার। ভারতে চিকিৎসাধীণ অবস্থায় ২মার্চ তার মৃত্যু হলে ১৩ই মার্চ পদটি শূন্য হয়ে যায়। তবে কে হবেন আগামীর লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হিসাবে মেলাতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই পর্যন্ত।

মেসেঞ্জার/ইসমাঈল/আজিজ

×
Nagad