ছবি : মেসেঞ্জার
বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে মাঠ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ গেটে সাবেক শিক্ষার্থী ও মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজ মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়।
এসময় বক্তারা, ওই মাঠে ভবন তুললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় মেয়র শিক্ষা প্রকৌশল অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া বরিশাল কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী, মাঠরক্ষা কমিটিসহ প্রশাসনিক বৈঠক করার আশ্বাস দেন।
মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে বক্তৃতা দেন কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, তেতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, সমাজসেবক ডা. হাবিবুর রহমান ও জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিরন প্রমুখ।
মেসেঞ্জার/সাঈদ/আজিজ