ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৩:২০, ১৬ জুলাই ২০২৪

রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি : মেসেঞ্জার

রাজশাহী শহরেরর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের  সমর্থনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে তারা। এতে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে কোটার আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী শহরের সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে। এ সময় তাঁরা ‘পুলিশ ও ছাত্রলীগ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, কোটা না মেধা মেধা মেধা, লাঠিসোঁটা, টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেয়। প্রায় একই সময়ে রাজশাহী মহানগরীর কেন্দ্রস্থলে আন্দোলন বিরোধী সমাবেশ শুরু হয়েছে।
 

মেসেঞ্জার/আনিসুজ্জামান/আজিজ