ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ১৬:৫৯, ১৬ জুলাই ২০২৪

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, কোটা সমস্যার যৌক্তিক সংস্কারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে হাজারো শিক্ষার্থী।

অবরোধের ফলে হাসপাতলে যাবার পথে রোগীকে যেতে দেয়া হয়নি। এছাড়া সকল পথচারী ও যানবাহনে দীর্ঘক্ষণ আটকে থাকে যাত্রীরা। অবরোধের প্রেক্ষিতে সকলকেই নানা দুর্ভোগের শিকার হতে হয়। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ, নটরডেম কলেজসহ বিভিন্ন কলেজের হাজারো শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হতে থাকে।

সাড়ে ১২টার দিকে টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল সহকারে নগরীর জিলাস্কুল মোড়, নতুনবাজার, গাঙিনারপাড় ট্রাফিক মোড়, স্টেশন রোড, র‌্যালীর মোড় হয়ে পাটগুদাম ব্রিজের মোড়ে অবস্থান নেয়।

এসময় রাজধানীর সাথে নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ জেলার যানবাহন চলাচল ব্যাহত হয়। একই দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে দুপুরে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সদর উপজেলার চুরখাই উইনারপাড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ করে। এসময় সড়কের দু’দিকে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

মেসেঞ্জার/নজরুল/তারেক